প্রবাহিণী/প্রত্যাশা/২৩

২৩

পাখী আমার নীড়ের পাখী অধীর হ’ল কেন জানি ৷
সে কি শোনে আকাশ-কোণে ভোরের আলোর কানাকানি॥

ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে,
লাগল তা’রে উদাসী ঐ নীল গগনের পরশখানি॥
আমার নীড়ের পাখী এবার উধাও হ’ল আকাশ মাঝে৷
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে।
গানের ভরা উঠল ভ’রে,
চায় দিতে তাই উজাড় ক'রে
নীরব গানের সাগরমাঝে আপন প্রাণের সকল বাণী॥