প্রবাহিণী/প্রত্যাশা/২৬
(পৃ. ৪৬)
২৬
দিন-শেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুট্বে প্রেমের মঞ্জরীতে॥
মন্দবায়ে অন্ধকারে
দুলবে তোমার পাথের ধারে,
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে—
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে,
এসো এসো প্রাণে মম গানে মম হে।
এসো নিবিড় মিলন-ক্ষণে
রজনীগন্ধার কাননে,
স্বপন হ’য়ে এসো আমার নিশীথিনীতে
ফুট্বে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥