প্রবাহিণী/প্রত্যাশা/২৯

২৯

অশ্রুনদীর সুদূর পারে
ঘাট দেখা যায় তোমার দ্বারে॥
নিজের হাতে নিজে বাঁধা, ঘরে আধা বাইরে আধা,
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে॥
কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন, নীরব হয়ে শোন্ দেখি শোন্
পারের হাওয়ায় গান বাজে কোন্ বীণার তারে॥