প্রবাহিণী/প্রত্যাশা/৬
(পৃ. ৩৩)
৬
দূর-দেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে’॥
গাইল কি গান সেই তা জানে,
সুর বাজে তার আমার প্রাণে,
বলো দেখি তোমরা কি তা’র কথার কিছু আভাস পেলে
আমি তারে শুধাই যবে—“কী তোমারে দিব আনি”,
সে শুধু কয়,—“আর কিছু নয়, তোমার গলার মালাখানি”।
দিই যদি ত কী দাম দেবে,—
যায় বেলা সেই ভাবনা ভেবে
ফিরে এসে দেখি,—ধূলায় বাঁশিটি তার গেছে ফেলে।