প্রবাহিণী/বিবিধ/১০
(পৃ. ১০৪)
১০
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে,
মাটি পায়না তাকে॥
কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
আকাশ পুরে,
তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে,
মাটি পায়না তাকে॥
শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্ণি জ্বালায়,
ঝঞ্ঝা তারে দিগ্বিদিকে কাঁদিয়ে চালায়।
তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
বুকের পাশে।
তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে,
মাটি পায়রে তাকে॥