প্রবাহিণী/বিবিধ/২৪
(পৃ. ১১৩-১১৪)
২৪
না, না গো না,
কোরো না ভাবনা,
যদি বা নিশি যায় যাব না, যাব না॥
যখনি চ'লে যাই
আসিব ব’লে যাই,
আলো ছায়ার পথে করি আনাগোনা
দোলাতে দোলে মন মিলনে বিরহে।
বারে বারেই জানি তুমিত চির হে।
ক্ষণিক আড়ালে
বারেক দাঁড়ালে,
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না॥