প্রহাসিনী/রঙ্গ
রঙ্গ
‘এ তো বড়ো বঙ্গ’ ছড়াটির অনুকরণে লিখিত
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার মিঠে দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।
বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি-
তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার সাদা দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।
ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি—
তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার তিতো দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।
উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত-
তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ।
লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা—
তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা॥
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার মিথ্যে দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।
মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না-
তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না॥
- [বরানগর
- [বরানগর
৩০ সেপ্টেম্বর ১৯৩৪
৮ আশ্বিন ১৩৪১]