প্রহাসিনী/সুসীম চা-চক্র

সুসীম চা-চক্র

হায় হায় হায়
দিন চলি যায় ৷
চা-স্পৃহ চঞ্চল
চাতকদল চল
চল চল হে!
টগবগ উচ্ছল
কাথলিতলজল
কলকল হে!


এল  চীনগগন হতে
পূর্বপবনস্রোতে
শ্যামল রসধরপুঞ্জ।
শ্রাবণবাসরে
রস ঝরঝর ঝরে
ভুঞ্জ হে ভুঞ্জ
দলবল হে!

এস  পুঁথিপরিচারক
তদ্ধিতকারক
তারক তুমি কাণ্ডারী
এস  গণিতধুরন্ধর
কাব্যপুরন্দর
ভূবিবরণভাণ্ডারী!
এস  বিশ্বভারনত
শুল্ক রুটিনপথ-
মরুপরিচারণক্লান্ত!
এস  হিসাবপত্তর-ত্রস্ত
তহবিল’-মিল’-ভুল’-গ্রস্ত
লোচনপ্রান্ত-
ছলছল হে!


এস  গীতিবীথিচর
তম্বুরকরধর
তানতালতলমগ্ন
এস  চিত্রী চটপট
ফেলি তুলিকপট
রেখাবর্ণবিলগ্ন!

এস  কনসটিট্যুশন-
নিয়মবিভূষণ
তর্কে অপরিশ্রান্ত।
এস  কমিটিপলাতক
বিধানঘাতক
এস  দিগভ্রান্ত
টলমল হে!

[শান্তিনিকেতন

শ্রাবণ ১৩৩১]


শান্তিনিকেতনে চা-চক্র প্রবর্তন উপলক্ষে রচিত। স্বরের হ্রদ্ধ দীর্ঘ উচ্চারণ-সহ পাঠযোগ্য তথা গের।