অশোক

মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে!
ভ্রমর পাতি দিবস রাতি গুঞ্জে।
মুঞ্জরিয়া উঠিনু মোরা হর্ষে
অরুণ-রাগে তরুণ আলো স্পর্শে।
এসেছে পিক অরুণ তার নেত্র!
অশোক ফুলে অরুণময় ক্ষেত্র!

শীতের সাথে শোকের স্মৃতি নষ্ট
তরুণ আজি,—ছিল যা’ কীটদষ্ট;
রসের লীলা চলেছে দিবারাত্রি!
পাটল পথে মিলেছে প্রেম-যাত্রী!
হরিতে শোক অশোক ফুটে পুঞ্জে।
মুকুল-ভোজী কোকিল এল কুঞ্জে।