একের অভাব
পুরাণো মোর মরম-বীণায় এক্টি তার আর বাজেনা রে; একটি তারের নীরবতায় বিকল করে সকল তারে! যে সুর বাজাই বেসুর লাগে, কোথায় যেন কসুর থাকে; জমে না হায় গান থেমে যায় পরাণ-ভরা হাহাকারে।