করবী

দূর হতে আমি গোলাপেরি মত ঠিক!
তবু আমোদিত করিতে পারি নে দিক!

গোলাপেরি মত অতুলন মম হাসি,
তবু হায় অলি ফিরে যায় কাছে আসি’!

পথের প্রাস্তে ফুটে আছি অহরহ,
গোলাপের মত রচিতে পারি নে মোহ!




ভালোবাসা মোর রাখি নি কাঁটায় ঘিরে,
সুলভ প্রেমের দুর্দ্দশা তাই কিরে!

গোলাপের মত কণ্টকী নই শুধু,
তাই কি এ বুকে জমে না গোলাপী মধু!