ফুলের ফসল/কামিনী ফুল
(পৃ. ৬৫)
কামিনী ফুল
ক্ষণিক বরষণে সজল পরশনে
ফুটি গো বনে বনে কামিনী ফুল;
সাঁঝের অবসরে ক্ষণেক বায়ুভরে
দুলি গো শাখা ‘পরে দোদুল্ দুল্!
ক্ষণেকে যাই টুটি’ ধূলিতে লুটোপুটি,
অমল দল ক’টি ধরণী চুমে;
ক্ষণিক ফুল আমি টিঁকিনে দিন যামী,
নিমেষে ভরে আঁখি মরণ-ঘুমে।
ফুটি গো আঁখি জলে শ্মশান-ভূমি-তলে,
আঁখির ছলছলে ঝরি নিমেষে;
সমাধিতটে আসি’ উদাসী কাঁদি হাসি
বরষি সুধা রাশি স্মৃতির দেশে।
আমারি মত ফুটে নিমেযে যারা টুটে
তাদেরি সাথী হ’য়ে রয়েছি একা;
সুরভি আঁখিজল,—ঝরি গো অবিরল,—
স্মরণ-সুমধুর—মমতা-লেখা!