ফুলের ফসল/কেন
(পৃ. ৩২)
কেন
আজি গোলাপ কেন রাঙা হ’য়ে
উঠ্ল প্রভাতে!
হাজার ফুলের মধ্যিখানে
নূতন শোভাতে!
পক্ষ্মঘেরা আঁখির পাতে
স্বপন লেগেছিল রাতে,
চাঁদ বুঝি তায় চুমেছিল
নিশির সভাতে!
তাই সে অধর কাঁপ্ছে, বুঝি
স্বপ্নে পাওয়া পরশ খুঁজি’!
অরুণ হ’য়ে উঠছে সে কার
পরাণ লোভাতে!