ফুলের ফসল/কেলি কদম্ব
(পৃ. ৬৩)
কেলি কদম্ব
মেঘ্লা মেদুর আলো স্মৃতির ভুবনে,—
যেথায় কালিন্দী ধারা বয়ে যায় ধীরে,—
আমি ফুটি সেইখানে; সজল পবনে
প্রথম যে শান্তি-জল আমি ধরি শিরে।
আমারে ঘিরিয়া চির রাস-রসোল্লাস,
প্রতি রোম-কুপে মোর মিলন-মাধুরী;
সুষমা-সৌরভে মিল,—অপূর্ব্ব বিকাশ,
কাঞ্চনে মণিতে মিল, লাবণ্যের ঝুরি!
পুলক-অঞ্চিত আমি জনমে জনমে,
স্মরণ-সরণী ‘পরে, প্রাবৃটের পুবে!
মিশায়েছি গোরোচনা চন্দনে বিভ্রমে,—
মেখেছি ললাটে তাই—দেখেছি বন্ধুরে!
ওগো বন্ধু! ওগো মেঘ! শ্যামল! শীতল!
আমি চির আনন্দের অখণ্ড-মণ্ডল।