গান

মুকুলের মুখ আলগা হ’ল
হালকা হাওয়াতে!
সাগরের বুক উঠল দুলে
চাঁদের চাওয়াতে!
আপন-ভোলা স্বপন এসে
সকল পণই গেল ভেসে,
ভেসে গেল নন্দনেরি
বনচ্ছায়াতে!