গান

গান গেয়ে হয় কে যায় পথে
কান দিয়ে না তায়!
কেঁদেই যদি মরে বাঁশী,
কার কি আসে যায়?
মন যদি হায় কেমন করে
সায় দিতে চায় বাঁশীর স্বরে
ভুলেও তবু এস না, হায়,
মুক্ত জানালায়।
লাজুক বাঁশী বাজুক বনে,—
কাঁদুক একা আপন মনে,
তুমি থাক খাঁচার পাখী!
সোনার পিঁজরায়!