নির্ম্মাল্য

ফলে পরিণতি হ’ল না যাহার
নিস্ফল সেই ফুলে
ভক্ত সপিল আঁখি জলে তিতি’
দেবতার পদমূলে।
দেবতার পায়ে জীবন ঢালিয়া
সেই চির-ফলহীন
জগতের শিরোধার্য্য হ’য়েছে;–
হয়েছে গো অমলিন
শোভাহীন তার শুষ্ক পাপ্ড়ি‌,—
আজি জগতের চোখে
অলোক-আলোকে মণ্ডিত,—সে ষে
আশোক-বারতা শোকে;
দৈব অভয় সে যে দুর্গম
দূর গমনের পথে!
দেবতার বরে নির্ম্মল করে
নিস্ফলও এ জগতে!