ফুলের ফসল/পদ্মের প্রতি

পদ্মের প্রতি

যখন প্রথম প্রভাত-রবি
দৃষ্টি হানে তোমার ‘পরে,
বল দেখি কমল! তোমার
প্রাণের ভিতর কেমন করে?
সকল মধু-গন্ধ-হাসি
প্রাণের অফুট স্বপন রাশি
ফুট্‌তে গিয়ে একেবারে
ওঠে না কি অশ্রু ভ’রে?
আমি আপন হৃদয় দিয়া
বুঝতে পারি তোমার হিয়া,—
বুঝ্‌তে পারি আলোয় প্রেমে
কমল হৃদয় জীয়ে মরে।