ফুলের ফসল/পারুল
(পৃ. ৯১)
পারুল
সোনার কেশর, পাপ্ড়ি সোনার, সোনার কলেবর,
পারুল! তোরে গড়েছে কোন্ ঢাকাই কারিগর?
সোনায় মাজ রংটি দেছে, দেছে শোভন ঠাম,
পারুলমণি! বল্ তো শুনি কারিগরের নাম!
ছেলেবেলার সখী যে তুই চাঁপা ফুলের বোন্,
একটি কথা শোন্ গো আমার একটি কথা শোন্
নীরব কেন? করবে না রাগ ঢাকাই কারিগর,—
ঢাকা সে তো নাইকো পূরা,—জপছে চরাচর।
কানে কানে বল্তে কি দোষ? কেউ তো কোথাও নাই,
ঘুমিয়ে আছে চাঁপার গাছে সাতটি তোমার ভাই;
মুখখানি তোর কাঁচা সোনা—লাখ টাকা তার দাম;
পারুলমণি! বল্তো শুনি কারিগরের নাম।