পুষ্পময়ী

স্বজনি! তোর অঙ্গে ফুলের বাস!
ফুলের মতই হাসিস্‌ —ও তুই
ফুলের মতই চাস্‌!
কোন্‌ দেবতার কুঞ্জবনে
ছিলি গো তুই কোন্‌ ভুবনে,
কোন্‌ রজনীগন্ধা তুমি
ফেলিছ নিশ্বাস!