ফুলের ফসল/প্রেমের প্রতিষ্ঠা
(পৃ. ৪৬-৪৭)
প্রেমের প্রতিষ্ঠা
তবে রচনা কর
ওই গগন ‘পর
হায় প্রেমের লাগি’
পাত আসন, ও!
যদি ধরণী ‘পরে
প্রেমে ম্লানিমা ধরে
যদি বিরূপ আঁখি
করে শাসন, ও!
যদি সাধের মালা
ফেলে চলিয়া যায়,
প্রেম ভুলিয়া যায়,—
যদি বাহুর পাশ
মানে রাহুর গ্রাস
কঠিন ফাঁস,
যদি আঁখির দিঠি
আঁখি সলিলে ছায়,—
তবে ফিরাও আঁখি
হায় ব্যথিত পাখী
তুমি ফির একাকী,
ওই নীল পাথারে
দাও নিবেদিয়া, রে!
ওই ব্যাকুল হিয়া
কল- ভাষণ, ও!