স্বপ্নময়ী

স্বপনের মত এসে চলে যাও,
রেখে যাও মনে আবেশখানি।
নয়নের কোণে হেসে চলে যাও,—
মূল্য তাহার আমিই জানি।
জোছনা সমুখে থমকি দাড়ায়,
বনের কুস্থম মুখানি বাড়ায়,
তরু-পল্লবে পলক পড়ে না,
পার্থীর কণ্ঠে মিলায় বাণী;
ফাগুনী হাওয়ায় ভেসে চলে যাও
পরাণে পিয়াও অমিয়া ছানি’।