বঙ্গ ভাষার ব্যাকরণ/অসমাপিকা ক্রিয়াবিষয়

৩ পাঠ।

অসমাপিকা ক্রিয়া বিষয়।

 ১ প্র। বর্ত্তমান অসমাপিকা ক্রিয়া কখন উক্ত হয়?

 উ। ১ কর্ত্তার বিষয়ে কোন গুণ বুঝাইলে অসমাপিকা ক্রিয়া উক্ত হয়; যথা, সাধু লোক ঈশ্বরকে ধ্যান করত লোকেরদিগের মঙ্গল প্রার্থনা করিলেন।

 ২ কর্ম্ম বিষয়ে কোন ধারা বুঝাইলে ইতে বর্ত্তমান অসমাপিকা ক্রিয়া উক্ত হয়; যথা, শয্যা প্রস্তুত না হইতে তিনি শয়ন করিলেন।

 ২ প্র। ইতে এই অসমাপিকা ক্রিয়া কথন সাংজ্ঞিক ক্রিয়া বুঝা যায়, কি না?

 উ। হাঁ, ইবার সাংজ্ঞিক ক্রিয়ার স্থানেতে পাওয়া যায়; যথা, আমারদিগের জন্য প্রাণ ব্যয় করিতে উদ্যত হইয়াছে।

 ৩ প্র। নিত্য অসমাপিকা ক্রিয়া কখন উক্ত হয়?

 উ। যদি তাহাতে বর্ত্তমান অন্তর্গত হয়, তত্রাপি ও ক্রিয়া সমাপ্তি পর্য্যন্ত তাহা উক্ত আছে; যথা, খাটিতে প্রাণান্ত হয়।

 ৪ প্র। ক্রিয়া বিশেষণ অসমাপিকা ক্রিয়া কোন সময় উক্ত হয়?

 উ। ১ যথন কর্ত্তার দ্বারা অনেক কথা সংযুক্ত হয়, তখন ইয়া অসমাপিকা ক্রিয়া উক্ত হয়; যথা, বালক আপন পাঠ মুখস্থ করিয়া বাটীতে গেল।

 ২ যে নানা প্রকার আগামি ক্রিয়া বিশেষ কর্ত্তার দ্বারা কৃত হয়, যখন তাহার অধীন কোন ক্রিয়া থাকে, তখন ইলে ক্রিয়াবিশেষণ অসমাপিকা ক্রিয়া উক্ত হয়; যথা, তুমি তাঁহার সমাদর করিলে তিনি আসিবেন।

 ৫ প্র। ইলে ক্রিয়া বিশেষণ কথনং আশংসার্থের বদলে হয় কি না?

 উ। হাঁ, যখন কোন কথা নিশ্চয় উক্ত আছে, যে কোন মর্ম্ম সম্পন্ন হইবে কিম্বা কোন ফলোপস্থিতি হইবে, যদি নিশ্চিত ধারা উপস্থিত হয়, তখনই; যথা, তুমি মূর্খ হইলে ঘৃণিত হইবা, অর্থাৎ যদি তুমি মূর্খ হও, তবে ঘূণিত হইবা।