বঙ্গ ভাষার ব্যাকরণ/গুণবাচক
৫ পাঠ।
গুণবাচক বিষয়।
১ প্র। গুণবাচক কি?
উ। যে সকল কথাতে বস্তুর গুণ উক্ত হয়,তাহাকেই গুণবাচক কহা যায়; যথা, জ্ঞানী, দয়ালু।
২ প্র। গুণবাচক শব্দের সংখ্যা এবং কারক আছে কি না?
উ। না, তন্মধ্যে বিশেষ সংখ্যা কিম্বা কারক নাই, কিন্তু তাহা সংজ্ঞীমাত্র বুঝা গেলে, তাহার সংখ্যা এবং কারক যোজনা করা যায়; যথা, দুঃখী দুঃখিরা।
৩ প্র। গুণবাচকের লিঙ্গ কি রূপে নির্ণীত আছে?
উ। গুণবাচক শব্দের উত্তর ক্লীব লিঙ্গের মৎ আর বৎ প্রত্যয় হয়, এবং তাহা পুংলিঙ্গের প্রথমার এক- বচনে মান্ আর বান্ হয়; যথা, শ্রীমৎ শ্রীমান্, রূপবৎ রূপবান্; কিন্তু স্ত্রীলিঙ্গে প্রথমার এক বচনে মতী আর বতী হয়; যথা, শ্রীমৎ শ্রীমতী, রূপবৎ[১] রূপবতী। অন্য সকল শব্দের পূর্ব্বলিঙ্গবৎ জানিবা; যথা, সুন্দর সুন্দরী, বিভিন্ন বিভিন্না[২]।
৪ প্র। গুণবাচককে ইতর বিশেষ কি রূপে করা যায়?
উ। সে তর তমের দ্বারা; যথা, শিষ্ট, শিষ্টতর, শিষ্টতম, অর্থাৎ শিষ্ট, আরও শিষ্ট, অতি কিম্বা অত্যন্ত শিষ্ট[৩]।