বনলতা সেন/সিন্ধুর ঢেউয়ের মতো পৃথিবীর
সিন্ধুর ঢেউয়ের মতাে পৃথিবীর
সিন্ধুর ঢেউয়ের মতাে পৃথিবীর দিন আর রাত্রি শুধু কোলাহল,
মাঝে-মাঝে শুধু এক অসম্ভব নিঃশব্দতা পৃথিবীর পথে জন্ম লয়।
কান পেতে শুনি যেন সেই কালে জীবনের ক্ষেতে ক্ষেতে যেতেছে সময়
বীজ বুনে,—পৃথিবীর পথে-পথে ব্যস্ত হয়ে চলিতেছে তাহার লাঙল!
অনেক নক্ষত্র লয়ে যে সময় ভরপুর হ’য়ে থাকে আকাশের তল,—
মনে হয় কোনােদিকে কোনাে ক্ষতি হয়নিকো,—কারু যেন হয় নাই ক্ষয়,—
ছড়ায়ে রয়েছে শুধু চারিদিকে আমাদের জীবনের অনেক বিষয়।
চারিদিকে খুঁজ পাওয়া যায় ঢের আমাদের হৃদয়ের ভরসার স্থল!—
কোনােদিন ঝরে না যা,—স্থির হ’য়ে পরিচ্ছন্ন আকাশের মতাে টিকে থাকে,
প্রেম—আসা,—আমাদের তুলে দেই যে সময় একেবারে তাহাদের হাতে;
সময় অধীর হয়ে চলে যায়;—জানি,—তবু অন্তরের এই ধীরতাকে
যখন সে শ্রদ্ধা করে কোনাে এক শান্ত দিন,—হেমন্তের কোনাে এক রাতে;—
তখন যে শ্রদ্ধা করে কোনাে এক শান্ত দিন,—হেমন্তের কোনাে এক রাতে;—
তখন সে রেখে যায় মুখােমুখি হে জীবন, ওগাে প্রেম তােমাকে-আমাকে!
সময় না ফুরাবার আগে আর তােমরা কি আমাদের পারিবে ফুরাতে!