বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (দ্বাদশ খণ্ড)/৮১
ভারত
সংসদীয় দলিলপত্র
বাংলাদেশ প্রশ্নে ভারতের বিভিন্ন রাজ্য সরকার ও বিধান সভাসমূহ
শিরোনাম | সূত্র | তারিখ |
---|---|---|
বাংলাদেশের প্রশ্নে ভারতের বিভিন্ন রাজ্যসভা ও বিধান সভা প্রতিক্রিয়া | দৈনিক আনন্দবাজার | ২৯ মার্চ, ১৯৭১ |
বাংলাদেশের লোকদের সাহায্যের জন্য আবেদন
মহারাষ্ট্র বিধান পরিষদে মুলতবী প্রস্তাব অগ্রাহ্য
মহারাষ্ট্র বিধান পরিষদে আজ পূর্ববঙ্গের ঘটনাবলী সম্পর্কে একটি মুলতবী প্রস্তাব উত্থাপিত হলে চেয়ারম্যান তা অগ্রহ্য করেন।
চেয়ারম্যান শ্রী ভি এস পেজ বলেন যে, বিষয় টি সংসদের আওতায়। সুতরাং এ সম্পর্কে এই সভায় আলোচিত হতে পারেনা।
উত্তর প্রদেশ বিধান সভা
লক্ষ্মৌ, ২৯ শে মার্চ- উত্তর প্রদেশ বিধান সভা স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকরে স্বীকৃতি দানের জন্য কেন্দীয় সরকারের সর্বসম্মতিক্রমে অনুরোধ জানিয়েছে।
জয়পুর, ২৯শে মার্চ - আজ রাজস্থান বিধান সভার সমস্থ দলের সদস্য বাংলাদেশে পাক সৈন্যদলের অমানুষিক হত্যাকাণ্ডের জন্য ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।
— পিটিআই