বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (দ্বিতীয় খণ্ড)/৫৭

শিরোনাম সূত্র তারিখ
হামিদুর রহমান কর্তৃক আরবী হরফে
বাংলা ও উর্দু লেখার সুপারিশ
দৈনিক ‘পাকিস্তান’ ১৪ই আগষ্ট, ১৯৬৭

লাহোরে পাকিস্তান কাউন্সিলে হামুদুর রহমান

আরবী হরফে বাংলা ও উর্দু লেখার সুপারিশ

 লাহোর।— সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব হামুদুর রহমান বলেছেন যে দুটো জাতীয় ভাষার জন্যই আরবী হরফ চালু করা হলে তা জাতীয় সংহতি জোরদার করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল এখানে পাকিস্তান কাউন্সিলে বাংলা সাহিত্যের ২০ বছর শীর্ষক আলোচনা সভায় ভাষণ দান প্রসঙ্গে তিনি উক্ত মন্তব্য করেন।

 তিনি বলেন, আরবীই একমাত্র ভাষা যাকে সাধারণ হরফ ব্যবহার করা যেতে পারে। বাংলা ভাষা সহজেই আরবী হরফে লেখা যেতে পারে। অপরদিকে উর্দু ভাষাকে আরবী হরফে লেখা হচ্ছে। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, কয়েক বছর আগে থেকে হুফে-উল-কোরান নামক একটি বাংলা সাময়িকী আরবী হরফে প্রকাশিত হচ্ছে এবং পূর্ব পাকিস্তানে এই সাময়িকীটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। বিচারপতি হামুদুর রহমান এই জাতীয় সমস্যা সমাধানের উদ্দেশ্যে তার বাণী পূর্ব পাকিস্তানের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য ঢাকা কলেজের অধ্যাপক জনাব শওকত ওসমানের প্রতি আহবান জানান।

 তিনি পাকিস্তানের লেখকদের প্রতিও সুস্থ মস্তিষ্কে ব্যাপারটি চিন্তা করে তাদের সাহিত্যে আরবী হরফ ব্যবহার করার জন্য আহবান জানান।


শিরোনাম সূত্র তারিখ
৮ দফা কর্মসূচীর ভিত্তিতে ঐক্যবদ্ধ
গণআন্দোলনের আহবান
দৈনিক ‘পাকিস্তান গণতান্ত্রিক
আন্দোলনের পুস্তিকা
সেপ্টেম্বর, ১৯৬৭

পি ডি এম