বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (দ্বিতীয় খণ্ড)/৯০
শিরোনাম | সূত্র | তারিখ |
আগরতলা মামলার আসামী সার্জেণ্ট জহুরুল হকের মৃত্যু |
দৈনিক ইত্তেফাক | ১৬ ফেব্রুয়ারী, ১৯৬৯ |
ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী সার্জেণ্ট জহুরুল হকের মৃত্যু
গুলীবিদ্ধ অবস্থায় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ
ফ্লাইট সার্জেণ্ট ফজলুল হকের অবস্থার ক্রমোন্নতির সংবাদ
গভীর রাত্রে পি, পি, আই পরিবেশিত এক খবরে বলা হয়, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী গুলীবিদ্ধ সার্জেণ্ট জহুরুল হক শনিবার রাত্র ৯.৫০ মিনিটে ঢাকা ক্যাণ্টনমেণ্ট কম্বাইণ্ড মিলিটারী হাসপাতালে এন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.........রাজেউন)। ১৪শ ডিভিশন হেড কোয়ার্টারের এক প্রেস রিলিজে এই তথ্য প্রকাশ করিয়া আরও বলা হয় যে সার্জেণ্ট জহুরুল হকের প্রাণ রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালান সত্ত্বেও তাহাকে বাঁচান সম্ভব হয় নাই।
প্রেস রিলিজে আরও বলা হয় যে, গতকাল ষড়যন্ত্র মামলার গুলীবিদ্ধ অপর আসামী ফ্লাইট সার্জেণ্ট ফজলুল হকের অবস্থার ক্রমোন্নতি পরিলক্ষিত হইতেছে।