বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (প্রথম খণ্ড)/৭২

শিরোনাম সূত্র তারিখ
যুক্তফ্রণ্টের নির্বাচন বিজয় দৈনিক ‘আজাদ’ ২রা এপ্রিল, ১৯৫৪

নূতন পরিষদে দলীয় শক্তি

 পূর্ব বঙ্গের সর্বশেষ দুইটি মোছলেম নির্বাচন কেন্দ্রের ফল গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হইয়াছে। এই কেন্দ্র দুইটি হইতেও দুইজন যুক্তফ্রণ্ট প্রার্থী নির্বাচিত হইয়াছেন। ফলে সরাসরি যুক্তফ্রণ্ট টিকেটে নির্বাচিত মোছলেম সদস্যদের সংখ্যা হইল ২১৫। ইহার মধ্যে জনাব ফজলুল হক ২টি কেন্দ্র হইতে নির্বাচিত হইয়া একটি কেন্দ্র হইতে পদত্যাগ কারিয়াছেন। ফলে কার্যতঃ যুক্তফ্রণ্ট টিকেটে নির্বাচিত সদস্যদের সংখ্যা এখন ২১৪ হইয়াছে।

 এতদ্ব্যাতীত স্বতন্ত্র যাঁহারা নির্বাচিত হইয়াছিলেন তাঁহাদের মধ্যে ৭জনের যুক্তফ্রণ্টে যোগদানের আবেদন ইতিমধ্যে ফ্রণ্ট কর্তৃক গৃহীত হইয়াছে। ২ জনের আবেদন বিবেচনাধীন আছে। উপরোক্ত ৭ জনসহ এখন পর্য্যন্ত যুক্তফ্রণ্টের সদস্য সংখ্যা ২২১ হইয়াছে। অতঃপর নয়া পরিষদে বিভিন্ন দলীয় শক্তি নিম্নলিখিত হইবেঃ

যুক্তফ্রণ্ট
মোছলেম লীগ
স্বতন্ত্র
খেলাফতে রববানী


..
..
..
..


..
..
..
..

..
..
..
..

মোট

..
..
..
..

..

২২১
———
২৩৬

———

সংখ্যালঘু আসন-

কংগ্রেস
সংখ্যালঘু যুক্তফ্রণ্ট
গণতন্ত্রী দল
কম্যুনিষ্ট
তফসিলী ফেডারেশন ও স্বতন্ত্র
বৌদ্ধ
খৃষ্টান


..
..
..
..

..
..
..



..
..
..
..

..
..
..


..
..
..
..

..
..
..

মোট

..
..
..
..

..
..
..

..

২৪


২৮
———
৭১

———

সর্বশেষ ঘোষিত দুইটি মোছলেম কেন্দ্রের ফলাফল নিম্নরূপঃ

দক্ষিণ সিলেট-কাম-হবিগঞ্জ মোছলেম-কেরামত আলী

(যুক্তফ্রণ্ট নির্বাচিত)

 *****************

 মোমেনশাহী সদর উত্তর মোছলেম যুক্তফ্রণ্ট প্রার্থী মওলানা ফয়জুল রহমান এই কেন্দ্র হইতে নির্বাচিত হইয়াছেন।

 গতকাল নিম্নোক্ত তফসিলী কেন্দ্রের ফলও ঘোষিত হইয়াছেঃ

 ঢাকা পূর্ব তফসিলী-

 সঞ্জীব চন্দ্র দাস (নির্বাচিত)[]

  1. ১১ই মার্চ অনুষ্ঠিত নির্বাচনের সম্পূর্ণ ফলাফল সরকারীভাবে প্রকাশিত হইয়াছিল ১৯৫৪ সালের ২রা এপ্রিল।