বিদায়-আরতি/হিন্দোল-বিলাস
হিন্দোল-বিলাস
প্রাণে মনে হিল্লোল
বনে বনে হিন্দোল
মেঘে মৃদঙের বোল মৃদু-মন্তর;
শ্রাবণেরি ছন্দে
কদমেরি গন্ধে
তায় তুই চঞ্চল। চির-সুন্দর!
নিশাসে কি সৌবভ!
কালো চুলে মেঘ সব!
পশ্লায় পশ্লায় রূপ ধর্ গো;
কালে চোখে বিতু্যৎ,
কোনোখানে নেই খুঁৎ,
অদ্ভুত! অদ্ভূত! তুই স্বর্গ!
আরো কাছে আয় তুই
কালে। চোখে চোখ থই,
ভুলে থাকি দিন-দুই দুনিয়ার সব,
শুধু হাসি আর গান
শুধু সারঙের তান
ভালোবাসাময় প্রাণ—শুধু উৎসব।
কে গেছে কে যায় তার
অতশত ভাব্নার
ফুরসুৎ নেই আজ নেই, বন্ধু!
তুমি আছ এই খুব,
ধ্যানে ধ’রে ওই রূপ
ভর্পূর চিত্তের সব তন্তু।
এ মিলনে, অশ্রুর
মেশে যদি খাদ্ সুর
কি হবে তা’? হয় বা কি ভেবে বিস্তর?
কেয়া-গুঁড়ি তবে মাখ,
তুলে নে রে লাখে লাখ্
জুঁইফুল,—বিল্কুল চুলে তুই পর।
আমি দেখি তন্ময়
চেয়ে চেয়ে মন্ময়
শত তারা যাক্ হেসে লাখ ইন্দু; –
যদিও এ বাদ্লায়
ঝিঁ ঝিঁ-ডাকা কাজলায়
নেই চাঁদ,—জ্যোৎস্নার নেই বিন্দু।