বিবিধ কাব্য (১৯৪০)/জীবিতাবস্থায় অনাদৃত কবিগণের সম্বন্ধে

জীবিতাবস্থায় অনাদৃত কবিগণের সম্বন্ধে

ইতিহাস এ কথা কাঁদিয়া সদা বলে,
জন্মভূমি ছেড়ে চল যাই পরদেশে।
উরূপায় কবিগুরু ভিখারী আছিলা
ওমর (অসভ্যকালে জন্ম তাঁর) যথা
অমৃত সাগরতলে। কেহ না বুঝিল
মূল্য সে মহামণির; কিন্তু যম যবে

গ্রাসিল কবির দেহ, কিছু কাল পরে
বাড়িল কলহ নানা নগরে; কহিল
এ নগর ও নগরে, “আমার উদরে
জনম গ্রহিয়াছিলা ওমর সুমতি।”
আমাদের বাল্মীকির এ দশা; কে জানে,
কোন্‌ কুলে কোন স্থানে জন্মিলা সুমতি।