গীতালি/৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পাতা: <center>সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে॥ থা…
 
Bellayet (আলোচনা | অবদান)
+
১ নং লাইন:
{{BnHeader
<center>সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
|title= সুখে আমায় রাখবে কেন
|section =
|previous =
|next =
|notes = [[গীতালি]]
|author =রবীন্দ্রনাথ ঠাকুর}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
<center><poem>সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে।
রাখো তোমার কোলে;
যাক-না গো সুখ জ্বলে॥জ্বলে।
যাক-না পায়ের তলার মাটি,
তুমি তখন ধরবে আঁটি,
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে॥
বাহু-দোলার দোলে।
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান—
আসে আসুক বান--
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়,
হার মেনেছি, মিটেছে ভয়— তোমার জয় তো আমারি জয়,
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে॥</center>
ধরব যে তাই হলে।</poem></center>
</div>
 
শান্তিনিকেতন, ৭ ভাদ্র, ১৩২১
যাক-না গো সুখ জ্বলে॥
 
থাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি—
 
[[Category:গীতালি]]
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে॥
[[Category:রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা]]
 
যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান—
 
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
 
হার মেনেছি, মিটেছে ভয়— তোমার জয় তো আমারি জয়
 
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে॥</center>