পাতা:ছোট্ট রামায়ণ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী.pdf/২৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৩:৪৭, ৫ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
টেমপ্লেট:Middle

অযােধ্যাকাণ্ড

বয়স হইল ষাট হাজার বছর,
চলিতে কঁাপেন রাজা করি থর-থর।
ভাবিলেন তাই, ‘মাের বল গেছে টুটি,
রামেরে বুঝায়ে কাজ আমি লই ছুটি।’
তখন বলেন রাজা, ‘শুন সভাজন,
যুবরাজ কর মাের রামেরে এখন।’
শুনিয়া সুখেতে সবে করে কোলাহল,
আনন্দে কৌশল্যা মা’র চোখে এল জল।
পুরােহিত মহামুনি বশিষ্ঠ তখন,
যতনেতে করিলেন যত আয়ােজন।
সুন্দর বসন পরি সাজিল সকলে,
আনন্দে ধুইল মুখ চন্দনের জলে।
মনের সুখেতে তারা করে গণ্ডগােল,
‘ডিম্বি-ডিম্বি’ ‘তাই-তাই’ বাজে ঢাক ঢােল।
কৌশল্যা দেবীর স্নান হয়েছে কখন,
হরিনাম করে মাতা হয়ে এক মন।

কৈকেয়ীর ছিল এক আদরের দাসী
বিষমুখী হতভাগী কুঁজী সর্বনাশী।
মন্থরা নামটি তার, লােকে কয় ‘কুঁজী,’
কার মেয়ে, কোথা ঘর নাহি পাই খুঁজি।

২৬