পাতা:নেতাজী সুভাষ চন্দ্র - হেমেন্দ্রবিজয় সেন.pdf/১৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "{{C|দুই}} {{C|{{x-larger|বিদ্যার্থি জীবন}}}} ব্যাভো কলেজিয়েট স্কুলে-~-র..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

০৭:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুই

বিদ্যার্থি জীবন

ব্যাভো কলেজিয়েট স্কুলে-~-রামকৃষ্ণ-বিবেকানন্দের প্রভাব-বেণীমাধব দাসের প্রভাব-মাটিকুলেশন পরীক্ষা-ধৰ্ম্মভাবের প্রাবল্য-তেঘর্ষিতার 2017 বিকাশ—বি. উপাধি লাভ --আই, কেন্তুিজের বি. এ.। সি. এ-

দ্বাদশ বৎসর বয়ঃক্রমকালে সুভাষচন্দ্রকে প্রটেস্টান্ট ইয়ােরাপীয়ান স্কুল হইতে লইয়া আসিয়া ব্যাভেন্‌শা কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়া দেওয়া হয়। বর্ষার বারিধারা-সম্পাতে সুপ্ত বীজ যেমন অঙ্কুরিত হইয়া উঠে, এইবার সময় এবং সুষােগের প্রভাবে সুভাষচন্দ্রের মনােজগতে সেইরূপ সুপ্ত বৃত্তিসমূহ জাগিয়া উঠিল ; এতদিন ইয়ােনরাপীয় স্কুলে বিদ্যাভ্যাসে নিরত থাকায়, ঠিক জাতীয় ধৰ্ম্মভাবের প্রেরণা তিনি লাভ করিতে পারেন নাই। ব্ল্যাভেন্‌শা কলেজিয়েট স্কুলে আসিবার পর হইতে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সুমধুর উপদেশাবলীর সহিত তিনি পরিচিত হইতে আরম্ভ করেন ; সঙ্গে-সঙ্গে শ্রীশ্রীরাম- কৃষ্ণের প্রধান শিষ্য ও বাণী-প্রচারক ভারতের অন্যতম সৌরব ও দেশমাতৃকার অন্যতম সুসন্তান স্বামী বিবেকানন্দের কাৰ্য্যাবলী তাঁহাকে অনুপ্রাণিত করিতে আরম্ভ করে।