উইকিসংকলন:বাংলার জীবন্ত ঐতিহ্য মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
 
৩ নং লাইন:
'''স্বাগতম!'''</span>
 
যে সমস্ত আচার, অনুষ্ঠান, জ্ঞান ও দক্ষতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং আজও সমান ভাবে ব্যবহৃত হচ্ছে, তাই হল জীবন্ত ঐতিহ্য যেমন মৌখিক পরম্পরা, কলা প্রদর্শন, সামাজিক রীতিনীতি ও আচার অনুষ্ঠান, উৎসব ও পালা পার্বণ, শিল্পকলা ইত্যাদি। ২০২৩ সালে [[:en:w:Convention for the Safeguarding of the Intangible Cultural Heritage|ইউনেস্কোর জীবন্ত ঐতিহ্য সংরক্ষণের সম্মেলনের]] ২০তম বর্ষপুর্তিবর্ষপূর্তি আয়োজিত হচ্ছে। চলুন, সারা বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়, স্বেচ্ছাসেবক ও সংগঠনদের সঙ্গে এই ঐতিহ্যগুলি সংরক্ষণে আমরাও যোগ দিই। ইউনেস্কোর তালিকায় বাংলার জীবন্ত ঐতিহ্যগুলির মধ্যে দুর্গাপূজা, ছৌ নাচ, বাউল গান, জামদানি বয়ন, শীতলপাটী বয়ন ও পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা স্থান পেয়েছে। এছাড়া ভারতের জাতীয় তালিকায় মনসার গান, দেওয়ালচিত্র ও আলপনা, কুশান গান, বনবিবির পালা ও গৌড়ীয় নৃত্য স্থান পেয়েছে। তবে, বলাই বাহুল্য, বাংলার জীবন্ত ঐতিহ্য শুধু এই দুইটি তালিকাতেই সীমাবদ্ধ নয়, আরো অনেক পালা পার্বণ, নাচ গান, শিল্পরীতি বাংলার আনাচে কানাচে আজো জীবন্ত হয়ে আছে। আসুন, উইকিসংকলনের মাধ্যমে সেগুলির কয়েকটি আমরা সংরক্ষণ করার চেষ্টা করি।
 
<center>