গীতাঞ্জলি/৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukerjee (আলোচনা | অবদান)
নতুন পাতা: {{BnHeader |title=গীতাঞ্জলি ৯ |section ='''আনন্দেরই সাগর থেকে''' |previous = [[আজ ধানের ক্ষে...
(কোনও পার্থক্য নেই)

২০:০৫, ২৫ অক্টোবর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader

আনন্দেরই সাগর থেকে
          এসেছে আজ বান ।
দাঁড় ধরে আজ বোস্ রে সবাই
          টান রে সবাই টান্ ।
                   বোঝা যতই বোঝাই করি
                   করব রে পার দুখের তরী,
                   ঢেউয়ের 'পরে ধরব পাড়ি
                         যায় যদি যাক প্রাণ ।
                   আনন্দেরই সাগর থেকে
                         এসেছে আজ বান ।

কে ডাকে রে পিছন হতে,
          কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ --
          ভয় আছে সব জানা ।
                   কোন্ শাপে কোন্ গ্রহের দোষে
                   সুখের ডাঙায় থাকব বসে;
                   পালের রশি ধরবো কষি,
                         চলব গেয়ে গান ।
                   আনন্দেরই সাগর থেকে
                         এসেছে আজ বান ।

রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১ থেকে সংগৃহীত ।