গীতিমাল্য/১৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukerjee (আলোচনা | অবদান)
নতুন পাতা: {{BnHeader |title=গীতিমাল্য ১৮ |section ='''এখনো ঘোর ভাঙে না তোর যে''' |previous = |next = |notes = [[Gita...
(কোনও পার্থক্য নেই)

০৭:৩৮, ১ নভেম্বর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader


এখনো ঘোর ভাঙে না তোর যে
          মেলে না তোর আঁখি,
কাঁটার বনে ফুল ফুটেছে রে
          জানিস্ নে তুই তা কি ।
ওরে অলস, জানিস্ নে তুই তা কি ?
          জাগো এবার জাগো,
          বেলা কাটাস না গো ।

          কঠিন পথের শেষে
কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গো
          দিস নে তারে ফাঁকি ।
চিরজীবন দিস্ নে তারে ফাঁকি ।
          জাগো এবার জাগো
          বেলা কাটাস না গো ।

          প্রখর রবির তাপে
নাহয় শুষ্ক গগন কাঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে
          দিক্ চারিদিক ঢাকি ।
পিপাসাতে দিক চারিদিক ঢাকি ।
          মনের মাঝে চাহি
দেখ্ রে আনন্দ কি নাহি ।
পথে পায়ে পায়ে দুখের বাঁশরি
          বাজবে তোরে ডাকি ।
মধুর সুরে বাজবে তোরে ডাকি ।
          জাগো এবার জাগো
          বেলা কাটাস না গো ।

রচনা: শিলাইদহ ২৭ চৈত্র ১৩১৮
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১৪৯ থেকে সংগৃহীত ।