𝙸 না্‌ সা -া | রা মা‿ -রা 𝙸 মা পা -া | পণা পা -া 𝙸
মা র্‌ বা টে টে র্‌ ছা• য়া য়্‌

\relative c'' { \time 6/4 \bar "||" b, c2 d4 f( d) \bar "||" f g2 g8 ais g2 \bar "||"  }
\addlyrics { আ -- "মা র্‌" বা টে __ ব -- "টে র্‌" ছা _ -- "য়া য়্‌" }

আলেখ্য নামে পঞ্চমে ষষ্ঠ সপ্তম অষ্টমে
ক্রমে শিখে সংসারের সার॥
স্থপতি বিদ্যা ভাস্কর ব্যায়ামাদি বহুতর
ইন্দ্রজাল-বিদ্যা নানামত।
সূচীকর্ম্ম কৈল শিক্ষা রৌপ্য-রত্নাদি-পরীক্ষা
প্রাণি-বিদ্যা বস্তু-বিদ্যা যত॥
ক খ আদি শব্দ যত পাঠ দেন ষত্ব ণত্ব
শব্দ ফল কৈল সমাপন।
এক দুই সংখ্য জ্ঞান শিখিলা অঙ্কের ভান
সুবন্ত শিখিয়া তুষ্ট মন॥
যুক্ত অক্ষরের জ্ঞান পাঠ দেন অভিধান
ক্রমে ক্রমে সকলি শিখিল।
ব্যাকরণ আদি স্মৃতি শিখি রাম যদুপতি
নানা শাস্ত্রে বিশারদ হৈল॥
কুসুম বটিকা জ্ঞান মাতৃকা যন্ত্র বিধান
তন্ত্র-উক্ত যোগ সমুদয়।
আয়ুৰ্ব্বেদ ধনুর্ব্বেদ মীমাংসা শাস্ত্র কনাদ
শিখিলেন রাজনীতি চয়॥
সাংখ্য আর পাতঞ্জল ধর্ম্মশাস্ত্র যে সকল
পড়িলেন করিয়া যতন।
দেশভাষা আদি করি ম্লেচ্ছভাষা রাম হরি
ক্রমে ক্রমে করিল অর্জ্জন॥
ভূগোল খগোল আর জ্যোতিষজ্ঞ চমৎকার
হইলেন দুই সহোদর।
অতি সমাদর করি পড়িলা ছন্দ-মঞ্জরী
বেদাঙ্গ পুরাণ তার পর॥
সপ-বিদ্যা দুইজনে শিখিলা হরিষ-মনে
দ্রব্যগুণ করিয়া নির্ণয়।
কৃষি বাণিজ্যাদি আর বৈষয়িক ব্যবহার
শিক্ষা দেন মুনি মহাশয়॥
কাব্য অলঙ্কার যত সাহিত্য নাটক তত
চতুৰ্ব্বেদ ষট্‌-শাস্ত্র আর।
একে একে বিদ্যা যত তাহা বা কহিব কত
শিখে দুই দৈবকী-কুমার॥


পুরাবৃত্তের সংক্ষেপ বিবরণ।


১ অধ্যায়।

পৃথিবীর সৃষ্ট্যবধি জলপ্লাবনপর্য্যন্ত।

 ঈশ্বর প্রথমে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি করিলেন এবং পৃথিবীর ধূলিহইতে মনুষ্যকে সৃজন করিয়া তাঁহার আরাধনা করত পারমার্থিক সুখ ভোগক্ষম হন এতদর্থ তিনি তাঁহাকে প্রাণ প্রতিষ্ঠা করিলেন। আদি পুরুষ আদম হইতে আদি স্ত্রী খবাহ্‌কে ঈশ্বর সৃষ্টি করিলেন। প্রথমতঃ উভয় নিষ্পাপরূপে সুখে কাল যাপন করিলেন পরে আপনারদের স্রষ্টার আজ্ঞোলঙ্ঘন করাতে তাঁহারা ঈশ্বরের কৃপার বহির্ভূত হইয়া আপনারদিগকে ও আপনারদের সন্তানেরদিগকে দুঃখে মগ্ন করিলেন। এতদ্রূপে পৃথিবীর মধ্যে পাপ প্রবেশ করিল এবং নিষ্পাপিত্ব লুপ্ত হইল। মনুষ্য জাতীয়ের এই প্রথমকাল তর্থাৎ নিষ্পাপিত্বকালের কিঞ্চিৎ২ প্রবাদ তাবদ্দেশীয়েরদের মধ্যেই আছে। হিন্দুরদের মধ্যে তাহা সত্যযুগ কহা যায় গ্রীকেরদের মধ্যে তাহা সুবর্ণকাল কহা যাইত।

 ধর্ম্মপুস্তকে লেখে যে আপনার পূর্ব্বসুখের স্থান এদেনের বাগানহইতে আদাম ও খবাহ্ দূরীকরণ হইলে তাঁহারদের হস্তের পরিশ্রমে ও ললাটের ঘর্ম্মেরদ্বারা তাঁহারদের জীবনােপায় করণরূপ তাঁহারদের দণ্ড হইল এবং সেই দণ্ডে তাঁহারদের সন্তানেরা অদ্যপর্যন্ত লিপ্ত আছে। আমারদের আদি জনক জননীহইতে কঈন