১৮

(বসন্তে)

সখিরে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে!
পিককুল কলকল, চঞ্চল অলিদল,
উছলে সুরবে জল, চল লাে বনে!
চল লাে, জুড়াব আঁখি দেখি ব্রজরমণে!

সখিরে,
উদয় অচলে উষা, দেখ, আসি হাসিছে!
এ বিরহ বিভাবরী কাটানু ধৈরজ ধরি,
এবে লাে রব কি করি? প্রাণ কাঁদিছে!
চল লাে নিকুঞ্জে যথা কুঞ্জমণি নাচিছে!

সখিরে,—
পূজে ঋতুরাজে আজি ফুলজালে ধরণী!
ধুপরূপে পরিমল, আমােদিছে বনস্থল,
বিহঙ্গমকুলকল, মঙ্গল ধ্বনি!
চল লাে, নিকুঞ্জে পূজি শ্যামরাজে, স্বজনি!

8

সখিরে,—
পাদ্য রূপে অশ্রুধারা দিয়া ধোব চরণে!
দুই কর কোকনদে, পূজিব রাজীব পদে;
শ্বাসে ধূপ, লাে প্রমদে, ভাবিয়া মনে!
কঙ্কণ কিঙ্কিনী ধ্বনি বাজিবে লাে সঘনে।

সখিরে,—
এ যৌবন ধন, দিব উপহার রমণে!
ভালে যে সিন্দুর বিন্দু, হইবে চন্দনবিন্দু;—
দেখিব লো দশ ইন্দু সুনখগণে!
চিরপ্রেম বর মাগি লব, ওলো ললনে!

সখিরে,—
বন অতি রমিত হইল ফুল ফুটনে!
পিক কুল কলকল, চঞ্চল অলিদল,
উছলে সুরবে জল, চল লো বনে!
চল লো, জুড়াব আঁখি দেখি—মধুসূদনে!

ইতি শ্রীব্রজাঙ্গনা কাব্যে বিরহো নাম

প্রথমঃ সর্গঃ।


1. C. Bose & Co., 182, Bow-Bazar Road, Calcutta.