ভারতের সংবিধান (২০২২)/অষ্টম তফসিল

বিধি বিভাগ অনূদিত
(পৃ. ৩১৩)

অষ্টম তফসিল
[ ৩৪৪(১) ও ৩৫১ অনুচ্ছেদ ]
ভাষাসমূহ

  • ১। অসমীয়া।
  • ২। বাংলা।
  • ৩। বোড়ো।
  • ৪। ডোগরি।
  • ৫। গুজরাতি।
  • ৬। হিন্দি।
  • ৭। কানাড়া।
  • ৮। কাশ্মিরী।
  • ৯। কোঙ্কনী।
  • ১০। মৈথিলী।
  • ১১। মালয়ালাম।
  • ১২। মণিপুরী।
  • ১৩। মারাঠি।
  • ১৪। নেপালী।
  • ১৫। ওড়িয়া।
  • ১৬। পাঞ্জাবী।
  • ১৭। সংস্কৃত।
  • ১৮। সাঁওতালী।
  • ১৯। সিন্ধি।
  • ২০। তামিল।
  • ২১। তেলেগু।
  • ২২। উর্দু।