মহুয়া/নাম্নী/দিয়ালী

দিয়ালী

জনতার মাঝে
দেখিতে পাইনে তা’রে থাকে তুচ্ছ সাজে।
ললাটে ঘোম্‌টা টানি’
দিবসে লুকায়ে রাখে নয়নের বাণী।
রজনীর অন্ধকার
তুলে দেয় আবরণ তা’র।
রাজ-রাণী-বেশে
অনায়াস-গৌরবের সিংহাসনে বসে মৃদু হেসে।
বক্ষে হার ঝলমলে,
সীমন্তে অলকে জ্বলে
মাণিক্যের সীঁথি।
কী যেন বিস্মৃতি
সহসা ঘুচিয়া যায়, টুটে দীনতার ছদ্মসীমা,
মনে পড়ে আপন মহিমা।
ভক্তেরে সে দেয় পুরস্কার
বরমাল্য তা’র
আপন সহস্র দীপ জ্বালি’,—
—নাম কি দিয়ালী?