মানসিংহ/মজুন্দারের স্বর্গযাত্রা
মজুন্দারের স্বর্গযাত্রা।
ভবানন্দ মজুন্দার, সুতে দিয়া রাজ্যভার, বাপ মায় প্রবোধ করিয়া। পূর্ব্বকথা মনে করি, বসিলেন ধ্যান ধরি, স্বর্গে যান শরীর ছাড়িয়া॥ সীতারাম মজুন্দার, করিছেন হাহাকার, প্রজাগণ কান্দিয়া বিকল। অমাত্য অপত্যগণ, সবে শোকে অচেতন, ক্রন্দনে উঠিল কোলাহল॥ চন্দ্রমুখী পদ্মমুখী, স্বর্গে যাইবারে সুখী, সহমৃতা হইল হাসিয়া। চড়িয়া পুষ্পক রথে, চলিলা অলকাপথে, যক্ষগণে বেষ্টিত হইয়া॥ অন্নপূর্ণা আগে আগে, সখীগণ চারি ভাগে, পিছে নলকুবর চলিলা। কুবের যক্ষের পতি, শোকেতে পীড়িত অতি, পুত্র দেখি আনন্দ পাইলা॥ পুত্র পুত্রবধূ লয়ে, কুবের সানন্দ হয়ে, পূজা কৈলা অন্নদাচরণ। কুবেরের পূজা লয়ে, দেবী গেলা তুষ্ট হয়ে, কৈলাসে যেখানে পঞ্চানন॥ অন্নপূর্ণা অজার্চ্চিতা, অপর্ণা অপরাজিতা, অনাদ্যা অনন্তা অম্বা অমা। অবিকারা অনুপমা, অরুন্ধতী অনুত্তমা, অনির্ব্বাচ্যা অরূপা অসমা॥ ক্ষুধাহরা ক্ষামোদরী, ক্ষান্ত ক্ষিতি ক্ষপাকরী, ক্ষুদ্র আমি কি আছে ক্ষমতা। ক্ষিপ্ত আমি ক্ষোভ কত, ক্ষুণ্ণ কহিয়াছি ক্ষত, ক্ষমারূপা ক্ষীণেরে ক্ষমতা॥ কৃষ্ণচন্দ্র নরপতি, করিলেন অনুমতি, সেই মত রচিয়া বিধানে। ভারত যাচয়ে বর, অন্নপূর্ণা দয়া কর, পরীক্ষিত তনু ভগবানে॥ সমাপ্ত।