মানসী/মানসিক অভিসার
< মানসী
(পৃ. ১০৪)
মানসিক অভিসার
মনে হয়, সেও যেন রয়েছে বসিয়া
চাহি বাতায়ন হতে নয়ন উদাস;
কপােল, কানের কাছে, যায় নিশ্বসিয়া
কে জানে কাহার কথা বিষন্ন বাতাস।
ত্যজি তার তনুখানি কোমল হৃদয়
বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে;
সম্মুখে অপার ধরা কঠিন নিদয়,
একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।
হয়তাে বা এখনি সে এসেছে হেথায়,
মৃদুপদে পশিতেছে এই বাতায়নে;
মানসমুরতিখানি আকুল আমায়
বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।
তারি ভালােবাসা, তারি বাহু সুকোমল,
উৎকণ্ঠ চকোরসেম বিরহতিয়াষ,
বহিয়া আনিছে এই পুষ্পপরিমল—
কাঁদায়ে তুলিছে এই বসন্তবাতাস।
২১ বৈশাখ ১৮৮৮