মুকুট/তৃতীয় অঙ্ক/দ্বিতীয় দৃশ্য
দ্বিতীয় দৃশ্য
রণক্ষেত্র
ইন্দ্রকুমার ও সৈনিক
ইন্দ্রকুমার। কোথায়— কোথায়— কোথায়। ওরে, দাদা কোথায়।
সৈনিক। তাঁকেই তো খুঁজছি, প্রভু।
ইন্দ্রকুমার। আর, ইশা খাঁ?
সৈনিক। আজ বেলা চার প্রহরের সময় যুবরাজ স্বহস্তে ইশা খাঁর কবরে মাটি দিয়েছেন— সেই মাটিতে তাঁর নিজেরও রক্ত তখন মিশছিল।
ইন্দ্রকুমার। ধিক্ ধিক্ ধিক্ ইন্দ্রকুমার। থিক্ তোকে। ধিক্ তোর চণ্ডাল রাগকে। দাদা। দাদা। এই নরাধমকে একবার মাপ চাইতেও সময় দেবে না? (উচ্চৈঃস্বরে) দাদা। সাড়া দাও। কেবল এক মুহূর্তের জন্যেও সাড়া দাও। ওরে, আর কেউ নেই নাকি। যে যেখানে আছিস সকলে মিলে তাঁকে খোঁজ্— আজ আমার দাদাকে চাইই যে।
দ্বিতীয় সৈনিকের প্রবেশ
দ্বিতীয়। এইদিকে চলুন, কুমার। তাঁর দেখা পেয়েছি।
ইন্দ্রকুমার। কোথায়। কোথায়।
দ্বিতীয়। কর্ণফুলির তীরে সেই অর্জুনগাছের তলায়।
ইন্দ্রকুমার। সত্য করে বল্, তিনি কি—
দ্বিতীয়। তিনি বেঁচে আছেন— তোমার জন্যেই অপেক্ষা করে রয়েছেন।