মেঘ ঢাকা আলো/তুমি যে আমার
(পৃ. ৫৮)
তুমি যে আমার—এ কবিতার ছন্দ
তোমাকে কাছে পেয়ে পাই জীবনানন্দ।
কিসের স্বপ্ন আমাদের ঘিরে
জানিনা অজানা পৃথিবী গ’ড়ে
দু’জনে দাঁড়িয়ে জীবনের প্রান্তরে,
মেঘ পূর্ণ আঁধারে; এসো হাত ধ’রে।
সুধাই কভু অবুঝ অন্তরে
আমরা যে আজ প্রেমান্ধ।