মেঘ ঢাকা আলো/দ্বিধা নেই
(পৃ. ২২)
প্রেম থেকে প্রীতি দ্বিধা নেই
স্নেহ হতে ভালোবাসা
বেশ্যার ন্যাকামিকে শীর্ষে রেখে
তোমাকে দিয়েছি মাতৃগর্ভে জন্ম।
কচি ঘাসের স্পর্শ, কঞ্চির আঘাত।
যুবতীর ইচ্ছার সম্রাজ্ঞী হয়ে
যুবকের হাতের মুঠোর ক্ষমতা
তোমাকে দিয়েছি।
যতি ও ছেদ চিহ্ন
রয়েছে তোমার খোঁপায় কাঁটা হয়ে
তাই দিয়ে খুঁটে বের করে নাও।
তোমার ভাষা,—
তোমার ছন্দ দখিন হাওয়ার
শোঁ…শোঁ…শব্দ, আর,
আমার কবিত্ব
নিয়ে যদি সুখী হও, তাই নাও
তাতে কোনো দ্বিধা নেই!
শুধু টগর করে ফুটিয়ে রেখো—
এই ক্যালানে দুনিয়ায়।