গান আমার প্রাণ
যাকে নিয়ে এ জীবন গড়া
আমার এত সন্মান॥

যার সুরে—সাত্বনা ভরে
অশান্ত নীড়ে, পাখীদের গান
হৃদয়ে মেটায় স্নেহের তৃষ্ণা
চুম্বন করে প্রকৃতির দান॥

কত পাহাড়; কত বনভূমি ঘুরেছি;
কত তীর্থে আমি যাত্রা করেছি;
সবাইকে রেখেছি নিজের তরে
সবার পরিচয় শেষে স্বদেশে ফিরে,
ভালবাসা তাদের জানাতে এসে;
শুনেছি তাদের ক্রন্দন। আপনজন—
কোথাও রয়েছে সুখে—
বিদায় দিয়েছি তাদের, অতি দুখে—
সেই সুর আজ ভরিয়েছে মোর
একান্ত কোকিলার ঘ্রাণ।
"ভালবাসার সঙ্গীত-ই আজ
হয়েছে আমার প্রাণ॥"