য়ুরোপ-যাত্রীর ডায়ারি/পরিচয়পঞ্জী

পরিচয়পঞ্জী

আমার বন্ধু। পৃ ৯৭, ৯৮। সতু, তারকনাথ পালিতের পুত্র ও লোকেন্দ্রনাথের ভ্রাতা সত্যেন্দ্র।

ইন্দু। রথীন্দ্রনাথের বড়দিদি সৌদামিনী দেবীর কনিষ্ঠা কন্যা ইন্দুমতী।

একটি গুজরাটী। পৃ ১০৫-১০৬। নারায়ণ হেমচন্দ্র, জ্যোতিরিন্দ্রনাথের গ্রন্থ গুজরাটীতে অনুবাদ করেন।

কর্তাদাদামশায়। দ্বারকানাথ ঠাকুর।

কুমুদ। কুমুদনাথ চৌধুরী।

ছোটোবউ। পত্নী মৃণালিনী দেবী।

জ্যোতিদাদা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

জ্যোৎস্না। ভাগিনেয় জ্যোৎস্নানাথ ঘোষাল, স্বর্ণকুমারী দেবীর পুত্র।

জ্ঞানেন্দ্রমোহন। প্রসন্নকুমার ঠাকুরের পুত্র। দ্রষ্টব্য― শ্রীযোগেশচন্দ্র বাগল -লিখিত ‘প্রসন্নকুমার ঠাকুর’ প্রবন্ধ: বিশ্বভারতী পত্রিকা, বৈশাখ-আষাঢ় ১৩৫৬, ২৪৮-২৪৯ পৃষ্ঠা।

তারকবাবু। তারকনাথ পালিত।

দাদা, মেজদাদা। সত্যেন্দ্রনাথ ঠাকুর।

নারায়ণ হেমচন্দ্র। ১০৫-১০৬ পৃষ্ঠায় উল্লিখিত ‘একটি গুজরাটী’। জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের গ্রন্থ গুজরাটীতে অনুবাদ করেন।

নোয়েল। ইন্দুমতী দেবীর জ্যেষ্ঠ পুত্র।

বাবি। ইন্দিরা দেবী চৌধুরানী।

বেলি। কবির জ্যেষ্ঠা কন্যা বেলা বা মাধুরীলতা।

মিস শ। মিস শার্প্।

যোগেশ। যোগেশচন্দ্র চৌধুরী।

রানী। ইন্দুমতী দেবীয় মধ্যমা কন্যা।

লিল। তারকনাথ পালিতের কন্যা।

লীলা। ইন্দুমতী দেবীর জ্যেষ্ঠা কন্যা।

শ্যাম। পৃ ১৩৭। জাহাজের নাম।

সঙ্গীবন্ধুটি। আমার বন্ধু। আমাদের বন্ধু। লোকেন্দ্রনাথ পালিত।

সতু। দ্রষ্টব্য ‘আমার বন্ধু’। লোকেন্দ্রনাথ পালিতের ভ্রাতা সত্যেন্দ্র।

সুরি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথ।

সল্লি। স্বর্ণকুমারী দেবীর কন্যা ও রবীন্দ্রনাথের ভাগিনেয়ী সরলা দেবী।

Mrs. Palit! তারকনাথ পালিতের পত্নী।

Scott। প্রথমবার বিলাত গিয়া রবীন্দ্রনাথ ডাক্তার স্কটের পরিবারে বাস করেন। দ্রষ্টব্য ‘জীবনস্মৃতি’ ও ‘য়ুরোপ-প্রবাসীর পত্র’ -অন্তর্গত দশম পত্র |

Voysey বা Rev. Charles Voysey। ইংলন্‌ডে Theistic Churchএর আচার্য। দ্রষ্টব্য শিবনাথ শাস্ত্রী -বিরচিত ‘আত্মচরিত’।