অভিমান-বাধা

আবার এসেছে বর্ষা, দিগন্ত আঁধার
নৃত্য-প্রিয়া সৌদামিনী মুক্ত-কেশ-ভার!
নিবিড় তিমির মেঘে ছেয়েছে গগন
ঝঞ্জাঘন বজ্ররব উদ্দাম পবন।
সেই কেকা কলরব শ্যাম তরু-শাখে,
কেতকী কুসুম সেই পূর্ণ করে রাখে
মদগন্ধ দীর্ঘ শ্বাসে বিশ্ব বসুন্ধরা;
তরঙ্গিনী সিন্ধুপানে ধেয়ে চলে ত্বরা,
সুগম্ভীর বজ্ররবে দাদুরীর বোলে
আজ কেন মোর বক্ষে ব্যগ্র কলরোলে
উচ্ছ্বসি ওঠেনা গীতি অপূর্ব্ব আনন্দে
পাগল উতলা ভাষে সুমধুর ছন্দে?
কাছে থেকে তবু আজি প্রিয় দূরতর,
তাইতো নীরব গীতি ব্যথিত অন্তর?