রেণু/ক্ষণ-মিলন
(পৃ. ৩১)
ক্ষণ-মিলন।
প্রতিদিন প্রাতে আমি বসি বাতায়নে
চেয়ে দেখি রাজপথে, কতশত জনে
আসে যায় ফিরে ফিরে, ক্ষণেক দাঁড়ায়ে
কেহ কয় দুটি কথা, সাদরে বাড়ায়ে
মঙ্গল দক্ষিণ হস্ত করে সম্ভাষণ
পরিচিত জনে, কেহ ব্যগ্র অন্যমন
ধেয়ে চলে যায়। কচিমুখ শিশুগুলি
খেলি পথতরুতলে লয়ে তৃণ ধূলি
চলে যায় খেলা ভাঙি, হোথা কয়জন
দাঁড়ায়ে পথের ধারে উৎসাহিত মন
হেসে কথা কয়, অকস্মাৎ ধেয়ে আসে
দৃপ্ত অশ্ব, দ্রুত রথ, সবে আশে পাশে
ধেয়ে চলে যায় ভয়ে, আমি ভাবি হায়
ক্ষণিক মিলন শুধু এ মহা যাত্রায়।